স্বপ্নে আমার বসতবাড়ি
- আশরাফুন নাহার
আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্নেই থাকি,
তারায় তারায় নয়ন তারায় আমি স্বপ্ন দেখি,
আমি সিন্ধুর সাথে করি সন্ধি,
সিন্ধুসেঁচে পাতাল খুঁজে করি সুখপাখিরে বন্দি।
হিংসুক খেচরের পক্ষ কেটে শান্তিপায়রার জয় হয়,
এখানে সুরস্বর্গ পেয়েছি বলে আকাশের বুকে নেই ভয়।
হাজার নক্ষত্রের জালে ঝুলছে আমার সাধের স্বপ্নজগত,
আঙুলের ইশারায় চুরমার করে শতবার গড়ি ইমারত।
কখনও নিজেকে বলাকার পাখায় বেঁধে নেই
অসীমে ভেসে রোদ্র গায়ে মেখে নেই,
আবার কচি দূর্বার কানেরদুলে দুলে দুলে আমি লালফড়িং হয়ে কই কথা,
রঙিন ফুলের সাথে,
আমি কই স্বপ্নের কথা।
আমি কফিনে কফিনে স্বপ্ন দেখি কাঁপা ত্রিভুজ পিরামিড,
ব্লু মুন হীরার খনি তে খুঁজি এক টুকরো গ্রাফাইট।
ক্ষ্যাপার কাছে একতারা দেই মরমরে বাজে মরমী, দেহ ছেড়ে পরান টা দ্যাখ আকশে বাতাসে চরমী।
আমি স্বপ্নরেখা টানি পৃথিবীর গোলার্ধ থেকে মঙ্গল,
হঠাৎ ফিরে আসি বনানীর টানে,না না এতো জঙ্গল।
কলাবাদুড়ের উল্টো পৃথিবীতে আমিও ঝুলছি উল্টা,
ছত্রাকের ছাতা ছুঁয়ে আমিও করেছি ভুলটা।
আমি স্বপ্ন দেখি একটা বিস্তীর্ণ চরাঞ্চলে আমি লালকাঁকড়ার মতো মনের আনন্দে ছুটছি,
কখনও আবার আলতারাঙা সন্ধ্যের কুসুম হয়ে বাগিচায় ফুটছি,
স্বপ্নের চুলঝুটিতে আমি কাকাতোয়া চুপটি করে বসে থাকি ডালে,
আবার স্বপ্নসুখিনী আমি বেহালায় একাই বেজে উঠছি,
বেলীপারফিউম আর রঙচটা ওড়নার পরতে আমি স্বপ্নেরকোলে
স্বপ্ন ছবিটায় যুক্ত করি এলোমেলো রঙ,
আমার স্বপ্ন আমি ইচ্ছেমতো ভেঙে আবার গড়ে নিই সঙ।
আমার স্বপ্ন রত্নভান্ডারের মতো ইচ্ছেস্তুপ,
স্বপ্নে আমায় দেখছ যেমন বাস্তবে আমি ততটাই নিশ্চুপ।
স্বপ্নলালিত কন্যা আমি ঘুমপরীদের দলে স্বপ্ন ফেরিওয়ালী,
আমার স্বপ্নের কাছাকাছি বসতবাড়ি, আমি ভীষণ খেয়ালী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।