ইটের চাষ
- আলমগীর সরকার লিটন ১৮-০৯-২০২৪

কপালে ইটের চাষ করো
ভবিষ্যতে দেওয়াল হবে!
মাংস, পোলা ভেবো না
বুক পকেট শূন্য হবে;
তার চেয়ে উড়াল দাও
শুন শুন এ বলে আকাশে না-
এই সবুজ শ্যামল মাঠে
একটু শান্তি পাবে;
ভেবে দেখো ২৪ ঘন্টায় রোজা
থাকা যায় কি না- তাহলে
কোন চাষ করা লাগবে না
ধান, আটা, ডাল মরিচ-
কপালে ইটের চাষ করি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।