ডাকে না বাবা বলে
- আলমগীর সরকার লিটন ০৪-১০-২০২৪
আমার মা ডাকে না আর বাবা বলে-
আমিও মা বলে ডাকি না
দূরত্বটা খুব কাছাকাছি-
দেখা হয় না সমনাসমনি;
হবেও না আর কোন দিন!
তোমাদের মা ডাকা দেখে
হিংসা হয় না, আমার জানি
অমন করে ডেকো না
কষ্ট পাই বুকটা জুড়ে
সান্ত্বনা শুধু আপনে আপনি;
তোমাদের মা, বাবা বলে ডাকে
আদর করে কতকিছু পাও
আমি তো আর পাই না;
তোমাদের মতন এমন করে-
পাবো না আর কোনদিন।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
আলমগীর সরকার লিটন
২৬-১০-২০২৩ ০৯:২২ মিঃঅনেক শুভ কামনা জানাই
কবি মহী দা!
ভাল ও সুস্থ থাকবেন-----
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।