অভিমানী
- ফয়েজ উল্লাহ রবি

রাগ করে তাই দাঁত গিয়েছে ঝরছে চোখের পানি,
অভিমানে রাগ করেছে আমার রাজ্যের রাণী।
মান ভাঙ্গাতে আয়োজনে-
মন পেতে তার প্রয়োজনে,
সব ভুলে যার মনে কথা; দূরে অভিমানী।

শুক্রবার ১১ কার্ত্তিক ১৪৩০, ২৭ অক্টোবর ২০২৩

পশ্চিম বঙ্গের খ্যাতিমান কবি- প্রনব মজুমদার মহোদয়ের সেলফি কবিতার উত্তরে আমার এই লেখা। নিম্নে কবির কবিতাটি যোগ করে দিলাম।

"রাগ আর অভিমানের মধ্যে বিস্তর ফারাক
রাগ হলে দাঁত কিড়মিড় করে
আর অভিমানে চোখ জলে ভরে
আমার দুটোই আছে তাই
দাঁতগুলো আর সাথে নাই
চোখ আছে বটে তবে জল ছাড়াই
পেছনে লোকে বলে
লোকটা গোমড়ামুখো এন্ড বিলকুল ড্রাই।"


২৯-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।