অস্তিত্বের প্রশ্নে
- নাহিদ সরদার

বেঁচে থাকা আনন্দের বটে

এইযে আমি সুন্দর বেঁচে অাছি খুব
গাছ, মাঠ, ফুলে গানে বেশ মেতে আছি
এইযে নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছি
এই যে অস্তিত্ব
এই অস্তিত্বের খোঁজে বিলীন হচ্ছি কোমায় অথবা কোনো একটা বিস্মৃতি শহরে
যে শহর থেকে ফিরে এসে বলা যায়না কিছুই
যখন সে শহরে ছিলাম
সে শহরে ছিলাম কি'না জানিনা
এইযে পাগল দেখি
তার যে জগৎ
সেই জগত থেকে ফিরে এসে যেমন ভুলে যায় সে কোথায় ছিল

এইযে আমাকে দেখছেন

হয় আমি কোমায় আছি অথবা পাগলজগৎ
না হয় অস্তিত্বে আছি।

যদি কোমায় থাকি তাহলে
সেই জীবন ছিল বাস্তব
যে জীবন থেকে মুক্ত হলে ভুলে যেতে হয়
আর যদি আমি অস্তিত্বে থাকি তাহলে আমি চলে যাব - কোমায় চলে যাব
নাম ধরে ডাকলে সাড়া দেবনা।


৩০-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩১-১০-২০২৩ ১০:৫৫ মিঃ

এভাবেই সুন্দর