ধৈর্য শেষ
- আলমগীর সরকার লিটন
হায় রে মরার কালনিশি বয়স
তুই হামার ঘুম হারাম করলি-
এতো যোগ বিয়োগ করলাম
তবু তুই সমাধান হইলি না;
দিন গেলো মাস গেলো আর
কত বছর, তুই এমনি করলি!
কত চোখ নির্ঘুম কেটে যাচ্ছে-
অথচ তুই বুঝলি না, বল তো
আর কত বয়স হলে বুঝবি?
হামার ধৈর্য এই শেষ কালনিশি।
১৫ কার্তিক ১৪৩০, ৩১ অক্টোবর ২৩
৩১-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
আলমগীর সরকার লিটন
০৭-১১-২০২৩ ০৯:২১ মিঃপাঠে অনেক শুভ কামনা জানাই
কবি মহী দা!
ভাল ও সুস্থ থাকবেন-----

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।