তুমি না থাকলে_
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

আমাকে প্রশ্ন করে নীল জ্যোৎস্নায়
কেন আমি উদাসী এই স্নিগ্ধ রাতে।
কি করে বলি তারে -
থাকিনা ভালো যদি না থাকো তুমি সাথে।

“আমাকে প্রশ্ন করে আকাশের ঐ নীল
কেনো তুমি আহত হাসেনা তোমার দিল।
“কি করে বলি তারে, আমি চাই যারে”
সে তো নেয়া না আমার খবর
মিছে-মিছে দেয় ভালোবাসার কবর
আমার তরে কাঁদেনা তার মন একতিল”।

আমাকে দেখে হাসে বনের পশু-পাখি
করে তারা কানাকানি, দেখে চোখা চোখি।
“তুমি ছাড়া নই কিছু, বাকী সব মিছু”
কেনো তুমি বুঝনা তা ওগো রাণী –
তোমাকে ছাড়া আমার পৃথিবী থাকে বাকী।

আমায় দেখে থেমে যায় দক্ষিণা হাওয়া
আড় চোখে তাকায় আর বলে “তোমায় কেনো না পাওয়া।
“শোন বলি সেই কথা, মনের যতো ব্যথা”
রেখো না মনে জমা, করে দিও ক্ষমা- শোন প্রিয়তমা !
সেই হাওয়া আর আমি চেয়ে দেখি তোমার চলে যাওয়া
তবু; এক জীবনে শেষ হবে না কভু তোমাকে চাওয়া।

শ্রাবণ ১৪২৪, জুলাই ২০১৭


০১-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।