হেমন্ত এলে
- মোঃ মুসা ০৯-০৫-২০২৪

আয়রে এবার যাইরে ছুটে
আজকে এবার হারিয়ে যাব,
পথে পথে যা কিছু পাই মাঠে ঘাটে
তা কুড়াব।

চলছি এবার মাঠের কাছে দেখি এবার মাঠের হাসি,
কচি ধানের ডগার উপর শিশুর কণা রইছে ভাসি।
কি আনন্দ পাতার ডগায় আছে ঝুলে শিশির নাচে,
পাশে দেখি কলমি লতা, লাল শাকেরই পাতা হাসে।

কোথায় পেলি কোথায় পেলি শুকনো বিলে জলে মিশে,
ফিসফিসিয়ে বললো ঘাসে হেমন্ত কাল ধরা দিছে।
দেখি এবার মাঠের কাছে কার কাছে ঐ আছে শিশির,
ছোট্ট ছোট্ট তরু লতার পড়ছে বেয়ে যেন নিবিড়।

মাঠ পেরিয়ে, বন পেরিয়ে যাচ্ছি ছুটে পথ বাড়িয়ে,
শিশির ভেজা সন্ধা, রাতে, ভোর চলছে চোখ জুড়িয়ে।
চলরে এবার বহুদূরে শিশির ছোঁয়া মাঠকে ছোব,
এই হেমন্তে ঘাসের উপর চলরে হাঁটি..

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।