মনের প্রদীপ
- সাজিদুল ইসলাম ১০-১০-২০২৪
মনের প্রদীপ মনের মাঝে,
কি দিয়ে জ্বালালে এই মন সাজে!
প্রদীপ তোমাকে জ্বালাতে চাই নিশিতে,
যেন অন্ধকার যায় বাসতে বাসতে।
আমি বেড়াই তোমার সন্ধানে,
জ্বলবে কি প্রেমের বন্ধনে।
হাসিতা হাসি দুঃখে হাসি,
প্রদীপ তুমি জ্বল সুখ হয়ে বাসি।
আপন মনে রাখব খোলে,
ভাবনা যাব তোমাকে ভোলে।
ভালবাসা দিয়ে নেব তুলে,
তুলবো তোমাকে দিব না পেলে।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।