এখন উড়
- আলমগীর সরকার লিটন ০২-১২-২০২৩

পাখিটা আরও রঙিন হচ্ছে
কাল সাদার ভয় নাই-
কি গান গাঁয়, সুর বুঝা দায়
তবু পাখি উড়ছে- উড়ছে;
সোনালি মাঠ দেখে না-
শুধু পূর্ণিমা রাতের প্রেম!
পাখিকে কিছু বলার নাই
লজ্জাহীন ছড়াছে ফ্রেম
কিসের প্রেম, কিসের গেম
কিছু বুঝি না, পাখি এখন উড়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৭-১১-২০২৩ ২৩:১২ মিঃ

অসাধারণ অনুভূতির প্রকাশ।

আলমগীর সরকার লিটন
০৮-১১-২০২৩ ০৯:২৩ মিঃ

জি কবি মহী দা
অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন-----