এখন উড়
- আলমগীর সরকার লিটন
পাখিটা আরও রঙিন হচ্ছে
কাল সাদার ভয় নাই-
কি গান গাঁয়, সুর বুঝা দায়
তবু পাখি উড়ছে- উড়ছে;
সোনালি মাঠ দেখে না-
শুধু পূর্ণিমা রাতের প্রেম!
পাখিকে কিছু বলার নাই
লজ্জাহীন ছড়াছে ফ্রেম
কিসের প্রেম, কিসের গেম
কিছু বুঝি না, পাখি এখন উড়।
০৭-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
আলমগীর সরকার লিটন
০৮-১১-২০২৩ ০৯:২৩ মিঃজি কবি মহী দা
অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন-----

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।