এই মন হয় ওঠে বাংলার মাটি
- নাহিদ সরদার ১১-১০-২০২৪
কেন্দ্রীয়ভূত রয়েছি
শৈল্পিক তামাশায় কেটে যাচ্ছে প্রস্তর যুগ
অথচ যখন নোট বুক পড়ি
অথবা যখন তোমার নামে কোনো মেনশন দেখি
কী সুন্দর গলে যাই মোমের মতন
এই মন হয়ে ওঠে বাংলার মাটি।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।