রোদ এখন মিষ্টি
- আলমগীর সরকার লিটন

কোন দিকে আছি, নিজেও জানি না।
জানবোই বা কি করে নিঃশ্বাস নাই;
বিশ্বাস করি, কি ভাবে? প্রশ্নের গায়ে
আগুন, নিভাই কি করে! সবাই অবাক
চেয়ে চেয়ে গুনছে হিসাব; কি হবে-
কচুর ডাল এখন খেতে পারি না-
এলার্জি মামা হেঁটে যায় ঔষধের দোকান;
ঘুম হয় না, সারা রাত অনামনা গল্প
কোন দিকে যাই, কি করি? সকালের রোদ
এখন মিষ্টি, দাঁড়িয়ে থাকার জায়গা হারিয়েছি।


০৮-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।