আল্লার সাথে প্রেম করেছি
- অর্ঘ্যদীপ চক্রবর্তী ০২-১২-২০২৩

আল্লার সাথে প্রেম করেছি
এই বুকে তাঁর নাম লিখেছি
এই জীবন তাঁর নামে করেছি।

আল্লা ছাড়া আমার কষ্ট কেউ বোঝে না
আমার চোখের জল কেউ মোছায় না
তিনি বলেন, "ভয় কি রে তোর, আমি তো আছি পাশে।"

আমার মনের সকল কথা আল্লাকে জানাই
তিনি আমার মাথায় হাত রাখেন
পৃথিবী থেকেই জান্নাতের ছোঁয়া পাই।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।