প্রবাহিত শুকনো ডাঙায়
- রফিকুল ইসলাম রফিক
শোল আর গঁজালের ভয়ানক চলছে দাপট
হা করে বেড়ায় ঘুরে বোয়ালর তীক্ষ্ণ চাপট
জলের জীবনে তাই জড়সড় সাধারণ পোনা
কিভাবে কখন হবে আচানক ইহাদের গ্রাস
কিছু জানা নাই।তাই আতংকেই দিন পার হয়
নিরাপত্তাহীনতায় কাটে যতসব ক্ষুদ্র জীবন।
জলের জীবন আজ প্রবাহিত শুকনো ডাঙায়
হিংস্র বাঘের সাথে খেলা করে দাঁতাল কুমীর।
বনে নয় জলে নয় একেবারে লোকালয়ে এসে
খেয়ে ফেলে সবকিছু অভিনয়ে ভালোবেসে বেসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।