খিদে
- আকতারুল ইসলাম

খিদে কী জিনিস, জানেন?
কখনো না খেয়ে থেকেছেন?
মনে হয় না থেকেছেন।
তাহলে আমাদের দুঃখ,
আমাদের অন্তর জ্বালা
কীভাবে বুঝবেন, বলুন?
প্রতি পাচ বছর অন্তর,
আপনাদের সুদীর্ঘ ছায়া দেখি।
শত আশায় বুক বাঁধি।
নতুন ভোরের স্বপ্ন বুনি।
স্বপ্ন দেখার যেন শেষ হয় না!
দুঃখের ঢেউগুলো তীরে এসে
ধৈর্যের শক্ত প্রাচীর ভেঙে দেয়,
তবুও পেটের জ্বালা মেটে না।
খিদে কী জানেন, আপনারা?
ভোট চান , তাইতো?
যত চান, তত পাবেন।
শুধু কিছু দিয়ে যান।
অনেকদিন পেট পুরে খাই না।
কিছু খাবার হবে?


১৪-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৪-১১-২০২৩ ১১:২৯ মিঃ

বাহ সুন্দর

আকতারুল ইসলাম
১৪-১১-২০২৩ ১৬:৩৪ মিঃ

বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় কবি।