আর হয়নি বলা...
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

সেই দিন ভীষণ বৃষ্টি ছিলো তারিখটা মনে নেই,
সকাল বেলা হয়তো এগার কিংবা বার
ছাদেকের টং দোকানের পাশে দাঁড়িয়ে
জায়গা ছোট বৃষ্টি জলে ভিজে গেলো জামা-কাপড়!
আমি পুরোই ভিজে গেলাম, তুমি কিছুটা বাকী,
আকাশ দেখে নয়ন মেখে বলেছিলে কি?
হয়তো ভুলে গেছো সবই মনে নেই মোটেই
স্কুল ফাঁকি দিয়ে, এসেছিলে কেনো?
কালতো বলা যেতো - ছিলো যা মনে?
তবু আর হয়নি বলা, সাথে আর হয়নি চলা।


বুধবার, কুমিল্লা
১৮ ফাল্গুন ১৪১১, ০২ মার্চ ২০০৫


১৪-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।