সেই ঠিকানায়
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়) ২১-০৫-২০২৪

আঘাত যতো আসুক তেড়ে পাবেনা ভয়,
শক্ত হাতে মনের বলে; হবে সুখের জয়।

জীবন এখন ‘জিবন’ হলো ভুল থেকে ‘ভূল’
ঘ্রাণ দেয়া ফুল ফোটেনা আর ফোটে শুধু ‘ফূল’।

সাচ্চা প্রেম মরে না কভু ফিরে আসবেই তবু,
যদিও মনে হয় কিছুটা দূরত্ব ঘুচবে দীনতা, সুখে ফেরাবে প্রভু।

হারিয়ে গেছে সেই কোনো দূর অজানায়,
পাবে না খোঁজে তাকে আগের সেই ঠিকানায়।


বৃহস্পতিবার, দাম্মাম সৌদিআরব
০১ মাঘ, ১৪২১, ১৫ জানুয়ারি ২০১৫

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।