শ্রমিক দিবসের কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

শ্রমিকের নুন আনতে
পান্তা হয়ে যায় শেষ,
হররোজ কর্ম করেও
শ্রমিকের পেটে ক্ষুধার তেজ।

শ্রমিকরা শ্রমিক
হয়ে রইল চিরদিন,
শ্রমিক'র সন্তানদের
আসলো না সু-দিন।

শ্রমিকরা শ্রমিক
হয়ে যায় কবরে,
শ্রমিকের সন্তানরা
পড়ে যায় কষ্টের বিবরে।

শ্রমিকরা আজীবন
উপেক্ষিত পায় না সঠিক দাম,
বলদের মতো মুখ বুজে
চিরদিন করে কাম.....


১৫-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।