কাঁদি বসে ভুল ঠিকানায়
- রফিকুল ইসলাম রফিক
স্বরচিত ভুলের পৃথিবী আজ মাথার উপর
আমি যেনো আর কেউ নই আর কিছু নই
কেবল কষ্টের ধারক বাহক-তোমাদের হুকুমের একান্ত গোলাম।
তাতে কোনো দুঃখ ছিলো না;গোলামী তো কাউকে না কাউকে করতেই হয়
আমি না হয় তাই-ই হলাম।
কিন্তু গোলামীর খেসারত শুধুই কি ভুল!
ফুল ভেবে ভুল করি পৌঁছে যাই জীবনের ভুল ঠিকানায়
একবার নয় অজস্র অসংখ্য বার আমি কষ্ট পাই আর তোমরা হাসো
আমার কিচ্ছু করার নাই।এখানেই দুঃখ আমার।
সীমাহীন বেদনার নীল সাগরে ডুবে যাই আবার জাগি
হাবুডুবু খাই;কুলের কম্পাস সে তো তোমাদের হাতে
আমার কিছু জানা নাই-তাই,অথৈ সাগরে একা হাহুতাস করি
ভুল পথের পথিক আমি জীবনের ভুল ঠিকানায় একা বসে কেঁদে কেঁদে মরি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।