ছোঁয়াচে সবুজ
- নাহিদ সরদার ০৪-১১-২০২৪

আমি ধমক দিলেই
একটা আলাদা অভিমান নিয়ে মুখ ঘসে বুকে
চোখ রাঙালে, দিগুণ ভালোবাসা নিয়ে চোখের উপর ছোঁয়,
আমাকে আক্রান্ত করতে থাকে
এক সতেজ ভালোবাসায়,
ঠিক কার্তিক যেমন ছোঁয়াচে সবুজে আক্রান্ত করে মাঠ, গাছ ফসলের জমি- তেমন।
অামার সকল অবহেলা যেন তাঁর আষাঢ়ের পানি
একফোটা জল পড়তেই গদগদ করে বেড়ে ওঠে তাঁর চুল, ওষ্ঠ নাভী পরিশেষে বেড়ে ওঠে ভালোলাগা।
ছেড়ে যেতে চাইলে সে হয় ফুল
সমুদয় শুভেচ্ছা নিয়ে লুটিয়ে পড়ে পাঁয়ের নিচে,
কার স্পর্ধা আছে?
এই ফুল পাঁয়ে পিষে যায়।
১৭/১১/২০১৭, শুক্রবার
সন্ধ্যা, ৬:২০।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৭-১১-২০২৩ ১০:৫৯ মিঃ

অসাধারণ লিখেছেন ভীষণ ভালো লাগলোl❤