মায়ের ডায়েরী
- আশরাফুন নাহার
মধ্যরাতে কে রে তুই আমায় ডাকিস-"মা"?
দেহের ভেতর নিরব অস্তিত্ব অনুভব করি তা।
আমার দেহে একটু একটু করে উঠছিস তুই বেড়ে,
"আমি আছি মা"-জানিয়ে দিস ছোট্ট হাত পা নেড়ে।
আমার ভেতর যে তোর আরেক আমি'র বাস,
তোকে ঘিরেই এ জগতে আমার বাঁচার আশ।
প্রতিটাক্ষণ তোর সাথে লুকোচুরি খেলা,
কষ্টসুখে কেটে গেল এই দীর্ঘবেলা।
দশটি মাসের অপেক্ষা শেষে তীব্র যন্ত্রনা ভুলে,
কত সাধনার তোকে আজ কোলে নিলাম তুলে।
'মা' তোমার ডায়েরী পড়ে কাঁদছে তোমার মেয়ে,
পৃথিবীতে আপন কে আর বলো তোমার চেয়ে।
এতগুলো বছর তোমায় কষ্ট দিলাম, মা-
সারাজীবন কাঁদলেও তার শোধ হবে না।
তুমি সয়ে গেছ তাই দিয়েছি কষ্ট শত,
তবুও তুমি বুকে টেনে নাও লুকিয়ে রাখো ক্ষত।
মাগো,আমি তোমার চির অবুঝ সন্তান,
চরনে ঠাঁই দিও পাব সেথায় স্বর্গের সন্ধান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।