খাটিয়া
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

কি মাটির রঙ সাজালে
আমার ভালোবাসার সাত রঙে;
সকাল দুপুর শ্রাবণ জল-
বিকাল সন্ধ্যা চৈত্র পোড়া ছল;
দুঃখ মন বানে ভাসি-
জল তো দেখে না মাটি
প্রেমে পুড়ে বিবেক হয় না খাঁটি;
আশ্বিন গেলো, কার্তিক গেলো
গেলো কত বছর-
তবুও মাটি কয় না কথা
এমন ভাবে
আমিও হয়ে গেলাম খাটিয়া।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২০-১১-২০২৩ ১০:৪৯ মিঃ

চমৎকার লেখনী,
ভালো লাগলো।

আলমগীর সরকার লিটন
২১-১১-২০২৩ ০৯:৩৭ মিঃ

অনেক শুভ কামনা জানাই
কবি মহী দা
ভাল থাকবেন------------