একটু দাঁড়াও
- আশরাফুন নাহার
আর কখনো ডাকবো না তোমাদের।
কথা দিলাম, এই দেখো তিন সত্যি বলছি-সত্যি সত্যি সত্যি ।
একটু দাঁড়াও তোমরা,
এটাই শেষবার আর তোমাদের মাঝে আসবনা,
চিনেছ আমায়,আমি কে?
আমি তোমাদের স্মৃতিপিষ্ট এক ছায়ামানবী।
আমার কথাই কয়ে গেছেন কোনো কালের পুরাতন কোনো কবি।
আজ অজানা অজুহাতে বলি তোমাদের আপন লাগছে বড়,
ডায়েরীটার পাতা উল্টিয়ে দেখো কিন্তু আমি যাওয়ার পরে।
কিছু সুখ কিছু দুখ দিয়ে এক কাহিনীর শুরু,শেষ টাতে কলমের কালিশেষে একফোঁটা কাজল ধোয়া আঁখিজল আছে পড়ে।
কিছু বাকি ছিল বলে তোমাদের ডাকি আরেকবার,একটু দাঁড়াও শুনে যাও কথাটি আমার।
আমি যক্ষের ধন ভেবে আঁকড়ে ছিলাম এই পথের ধূলো
যেখানে তোমাদের ভবিষ্যৎ গেছে চলে নয় কল্পকাহিনী ছবি,
আমি সেই ছায়ামানবী।
বহুবর্ষ পরে
ডাকছি এই শেষবার তোমাদের নাম ধরে।
একটু দাঁড়াও
কিছু করুনা করে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।