কার বাঁশি তোর ঠোঁট ছুঁয়ে আছে
- নাহিদ সরদার
তোর শুধু ভুলে যাই ভাব
স্মৃতিগুলো ধুয়ে-মুছে গেছে
তোর কেবল মনে না রাখার স্বভাব
কার বাঁশি তোর ঠোঁট ছুঁয়ে আছে?
অথচ আমার বেশ মনে রাখার স্বভাব
এইতো তোর দেওয়া নাকফুল পরে আছি
আমার শুধু তোকে চাই অভাব
তোকে ছাড়া শূন্য বেঁচে আছি
জানিনা কোন গানে তোর হৃদয় বেঁধে গেছে
কার বাঁশি তোর ঠোঁট ছুঁয়ে আছে
আমার হৃদয় ফুঁড়ে চলে গিয়েছিস তুই
এ হৃদয় এখন দুঃখ ভরা ভুঁই
সে কে তোর আঙিনায় ফুল রেখে গেছে?
কার বাঁশি তোর ঠোঁট ছুঁয়ে আছে?
২১-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।