চাঁদের বুড়ির চিঠি...৩
- আশরাফুন নাহার - চিঠি কথা

আবার এসেছি একঝুড়ি জ্বালাতন নিয়ে,
কী করব বলো মনকে বুঝাতে কত দ্বীপে আলোর আয়োজন,
তারার রাজ্যে পা টিপে টিপে
লুকিয়ে নানান ছলে তোমায় কিছু লিখতে চাইলো মন।
জানবে না ওরা
আলোর মালা গাঁথায় মগ্ন তারা,
তুমি জেগে আছো কি?
তোমার আঙ্গিনায় চাঁদের বাঁকা হাসির ছায়া রেখে গেলাম।
বুঝবে তুমি সেই অবেলায় আমি এসেছিলাম।
দোর দিয়েছ ঘরে,বন্ধজানালায় ঠিকরে মরি
তুমি রাজ্যের ঘুম কিনেছ
তাই সাড়া না পেয়ে ফিরে এলাম।
জানো তোমার সেই প্রথম চাঁদদেখা গান
শুনছি,
আর সেদিনের দিন ক্ষণ মুহূর্তগুলো তারায় তারায় গুনছি।
চাঁদের সাথে গল্পে তোমার স্মৃতির রঙধনু আঁকি রঙ তুলিতে
আর কেঁদে কেঁদে জল ভরে দেই বৃষ্টি ফোঁটা গুলিতে।
ভালবাসার জ্যোৎস্নাফুল নিও।
আজ আর নয় প্রিয়।

ইতি
তোমার পাগলী বুড়ি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।