শ্যামা মা তুই কত দয়াময়ী
- অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৯-০৫-২০২৪

শ্যামা মা, তুই কত দয়াময়ী-
তোর কথা ভেবে আমি হয়েছি বিবাগী তাই।
আমার নিজের প্রতি নেই রে মোহ আর-
আমি তোর মোহে ডুবে ভুলেছি জগৎ সংসার।

মা, তুই আমায় কত ভালোবাসিস-
তোর মত কেউ তো ভালোবাসেনি আমায় আর।
মা, তুই আমায় কত বুকে রাখিস-
তোর মত কেউ তো বুকে রাখেনি আমায় আর।

শ্যামা মা, তুই কত দয়াময়ী-
তোর কথা ভেবে আমি হারিয়েছি আমার চিন্তা চেতনা তাই।
আমার এ জগতের প্রতি নেই কোনো প্রেম আর-
শুধু তোর চরণে পেয়েছি ঠাঁই তাতেই শান্তি আমার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Sar57ker1981
২২-১১-২০২৩ ১০:১৭ মিঃ

মায়ের বিকল্প নেই-
মায়েই ঈশ্বর মায়েই স্বর্গ!

অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২-১১-২০২৩ ১৬:১৯ মিঃ

আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকবেন। ঠিক বলেছেন।