তুমি একজন
- মুহাম্মাদ শরিফ হোসাইন
নয়ন বর্ণনের যুগ স্মরণীয় কথন
ডাগর,হরিণী আর শিকারি মন
তোমার ও আঁখির জন্যই বলে বোধহয়,গুণীজন।
নির্মল করো,সবুজ রাখো,ভালো থাকো প্রিয়জন।
চপলা, কৃষ্ণা,চঞ্চলা ওহে পরগাছা লতার বোন
তুমি আমার জ্ঞান,গান আর কাব্য চরন।
বাড়ন্ত সে শরীর আর দোল খাওয়া কেশ
আমি আছি? নেই, আমি চেয়ে রই অনিমেষ।
ধব-ধবা চিকন-চিরল ওই দন্ত
আমি শুধু নই যেন,যে সে মুগ্ধ শেষপর্যন্ত।
দর্শন দাও,কথা কও,রাঙ্গিয়ে যাও আমার ভুবন।
তুফান,জলোচ্ছ্বাস থেমে যাবে
অনাবৃষ্টি,দুর্ভিক্ষ আর ব্যাথায় ভরে যাবে ধরা
সব সুন্দর ম্লান হবে,সব শিশু হারিয়ে যাবে।
সব কথা ফুরিয়ে যাবে,আমি তুমি আর হবে না কল্পন
যদিগো তুমি ফিরিয়ে বসো এ মাতালের ভজন।
যুগে যুগে হবে সার্থক সব মাতালের আলাপন
পেলে আরাধ্য,মায়াবী,স্বয়ং সৃষ্টিকর্তার সে সৃজন, তুমি একজন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।