ফুটলো ফুল
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

বাহ কি সুন্দর- কি সুন্দর
গোলাপ ফুল ফুটছে এখন
আহা গন্ধ বুঝি বাহারি!
বুঝা বড় ভার, কেউ বলছে-
বেইমান, বিশ্বাসঘাতক
মীরজাফর-এটাই এখন
চরিত্রের বাহার, বুঝলে
জোট বাগান মালিক গণ;
এভাবে ফুল ফুটে বলো-
নিশিতে করো বীজবপন!
ফুটবে বলো শত শত ফুল
প্রিয় কর এই গোলাপ কুল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৩-১১-২০২৩ ১০:৫৫ মিঃ

চমৎকার উপস্থাপন। মুগ্ধতা রইলো।

আলমগীর সরকার লিটন
২৬-১১-২০২৩ ০৯:৩০ মিঃ

জি কবি মহী দা !
পাঠে ফুলেল শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন------