আমায় বাড়তে দাও
- মুহাম্মাদ শরিফ হোসাইন

শিশু সব খেলে নব-নব খেলা আপন মনে,
পরওয়া করে না সে বেগ হারাবার।
ভয় সব পালিয়ে বেড়ায় ছেড়ে সংসার
যখন সে ছাড়ে হুংকার।
তাকে ডাকতে দাও..

আমি বারণ জেনেও
খেলার চলে বানর সেজেছি,
অমর শৈশবে বারংবার।
আজোও সেজে যাই...
তুমি পেয়ো না ভয়
শিখে যাও ভয়ও হয় জয়।
ফেরেশতা হয়েছে বানর
না শুনে হুকুম সে পরওয়ারদিগারের,
আমায় আজ বলছো বানর?
গোমর ফাঁস করায় ,তোমার সমাজ অধিপতিদের।
আমায় বলতে দাও..

বৃষ্টি,মেঘ,জলরাশি,জলোচ্ছ্বাস আমি সব হতে জানি
আমি আঁধার-আলোর আসমান।
আমার নেই বাঁধা নেই সীমা
নেই ভয় কেও ছুঁয়ে ফেলার,
আমি ঘুমিয়ে থাকা সেরা-সেরা ইনসান।
আমায় বাড়তে দাও..

আমি বরফ,শীতল,শিশির,সাধারন
আমি বর্ণচোরা,আমি সর্বগোত্রের প্রেরনার ভাণ্ডার।
যুগে যুগে করবো ধন্য এ নিখিল সংসার।
আমায় চলতে দাও..


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।