নদীর চর
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

আজ নদীতে বন্যার ঢেউ
স্রোত কোন দিকে বয়!
বুঝ বড় বৈকালি মেঘ আর
ঘূর্ণি ঝড়ের বার্তা বহ;
তবু নদীর শান্ত নয়-
এটাই জানি তার ধর্ম শিখা
যেমনটি উজান ভাটা ভাঙ্গা
অহমিকার শেষ নেই-
মৃতদেহ ফুলের গন্ধ বুঝে না
কেনো না সে তো নদী!
বুঝে শুধু ভাঙ্গা ভাঙ্গি-যেখানে
সেখানে নিঠুর খেলা নদীর চর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।