কলরব
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

কে দেখে- কে দেখে
নীরব শ্রাবণ জল-
যার মনে বর্ষার কলরব
সে জানে- সে জানে
শ্রাবণ জল কেমন;

সারা জীবন গেলো
এমনি ভাবে-
সে কি আর, কি করে
জানবে
অন্তর্দহন তার প্রণয়ে!

ব্যর্থ বাঁশি- কি করে বুঝাই
বলো- রঙধনু আকাশ
মন মরা বাতাস-
সান্তনা শুধু মাটির
কাশ ফুলে- ফুলে নাশ;

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৯-১১-২০২৩ ১১:১৭ মিঃ

অসাধারণ
মুগ্ধ হলাম। শুভকামনা।

আলমগীর সরকার লিটন
৩০-১১-২০২৩ ০৯:৫৫ মিঃ

লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি মহী দা!
ভাল ও সুস্থ থাকবেন-----------