যা হবে তাই
- আলমগীর সরকার লিটন ১৭-০৯-২০২৪
অবাক হওয়ার কিছু নেই
পুঁটি মাছদের এমন হয়;
স্বচ্ছ স্রোত সহ্য হয় না!
হাসি মুখটা একে বারে নাই
তবু মিষ্টি মুখে অবাক হই!
আমি আর বোয়াল মাছ খুঁজি না;
রুই মাছ, যা হবার তাই হবে-
বড়ই গাছ দেখো, কাটা আছে কিন্তু
তবু ঢিল ছুরি ভয় একেবারে নাই;
ভয় করে কি হবে, যা হবে তাই।
৩০/১১/২৩
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
আলমগীর সরকার লিটন
০৩-১২-২০২৩ ০৯:২৯ মিঃজি কবি faiyaj দা!
অনেক ফুলেল শুভেচ্ছ রইল
ভাল ও সুস্থ থাকবেন-------
আলমগীর সরকার লিটন
০৩-১২-২০২৩ ০৯:২৯ মিঃজি কবি faizbd1 দা!
অনেক ফুলেল শুভেচ্ছ রইল
ভাল ও সুস্থ থাকবেন-------
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।