যন্ত্রের মন্ত্রে চলে
- ফয়েজ উল্লাহ রবি
সীমাহীন অরাজকতার মাঝে একটু সান্তনা খোঁজি,
অনিত্য পৃথিবীর বুকে আপন কাউকে পাবোনা বুঝি?
নিজ ভুবেঃ ডুব - মানুষ অবুঝ
রাখেনাতো কেউ কারো খোঁজ,
যন্ত্রের মন্ত্রে যখন চলছে ধরা আবেগ বিবেক যেই রুজি।
অনিত্য-অস্থায়ী, নশ্বর।
ভুবঃ, ভুবর্লোক- অন্তরীক্ষ সপ্তস্বর্গের অন্যতম।
রবিবার, দাম্মাম সৌদিআরব,
১৩ কার্তিক ১৪৩০, ২৯ অক্টোবর ২০২৩
৩০-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।