অপেক্ষমান সজাগ জননী
- অথই মিষ্টি

কোথায় খোকা ?
এই ঝাঁপশা চোখে, স্পষ্ট আর দেখি না ।
ঠাঁ ঠাঁ এই চৈত্রের রোদে, আমার চোখে কুয়াশা ।
আমার মনে দো’আশা ।

গমনের এই পথের ধাঁরে দ্বাড়িয়ে
আজ দীর্ঘ বিশটি বছর ধরে
এই বুঝি আগমন, এই বুঝি আগমন
এই বুঝি আগমন করে করে
শুকিয়ে যাওয়া এই কলিজাটা ভরে
এই বুঝি এসে দ্বারালো খোকা মোর দুয়ারে!
কানে পৌচ্ছালো সেই মধুমাখা কন্ঠ
উত্তেজিত হয়ে ডাঁকে খোকা
মা, মাগো, মা, করে করে ।

চমকে উঠে, দু’হাতে চোখের পানি মুছে
উদাসীন হয়ে বেপরয়ার মতো এ মোর খন্ডিত কলিজাকে খুঁজে যাই
কিন্তু
নাহ্,
সে আসে নাই
খোকা আসে নাই ।

হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে পূনরায় সে পথের ধারে দ্বাড়িয়ে
অপেক্ষমান জননী আমি
খোকার আগমনের পানে তাঁকাই …


০৩-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৪-১২-২০২৩ ০৩:৩১ মিঃ

চমৎকার লিখেছেন কবি
খুব ভালো বলেছেন।