কর্মকারে ফাঁকা
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

স্বাধীন এখন খণ্ড খণ্ড
কোন স্বাধীনে চলি, বুঝা দায়
ইচ্ছা আছে দেখার খুব-
কে করে খর্ব; শুধু উল্টো লাফ
বানার ঝাপ করে কে গর্ব!
হনুমান তো রাজা, কে বলে দাঁড়া;
স্বাধীনতা আকাশের তারা-
সোনালি রোদ্দুর মাটির ঘর বানা
কাগজে- কলমে ঠোঁটের
ভাজে- স্বাধীন কর্মকারে ফাঁকা।
৪/১২/২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।