গন্ধের হাওয়া গরম
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

আমার ভুলের দায় ভারটা
চাঁদটাই নেয়,তারাগুলোর
উত্তর নাই কারণ সত্যটা
তারাই জানে; আমি গোলাপ
ধরেছিলাম! রক্তাক্ত কাটা
আজও জল জল করছে;
মৃত্যু নেই, যতক্ষণ না বাতাস
থামে, গন্ধের হাওয়া গরম
স্মৃতিগুলোর ঘর নেই উঠন নেই
জোনাকিরাও সেখানে যায় না;

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।