দাম বাড়ুক
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

রোগে অসুখ ছাড়ে না-
পেঁয়াজ ছাড়া চলেই না
এভাবে থাকলে পাতিল
আর মুখে স্বাদ লাগবে না-
তবু পেঁয়াজ বলে কথা!
যতোই দাম বাড়ুক, ব্যাগ
ভর্তি পেঁয়াজ চাই; পাশের
বাড়ি যদি আনতে পারে-
তুমি পারবো না কেনো?
এভাবে রোগে অসুখ ছাড়ে না।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।