খরিদ কর
- আলমগীর সরকার লিটন
অভিনয় দেখছো
অথচ অভিনয় পারো না
নীতি ভাবছো
নীতি ভ্রষ্ট হতে পারছো না
তাহলে কি দেখছো
ব্যাখ্যা বুঝ না উপমা বুঝ না
প্রমান কত দেখবে
দেহের সবুজ মাঠ ঘাটে
সবই অভিনয়ের
হাট বাজার- খরিদ কর শুধু
কিছু সময় ক্ষণ;
১৪-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।