আমার কাব্যযন্ত্রনা
- আশরাফুন নাহার
তোমরা এক আজব শিকল পরিয়ে দিলে পায়,সবদিকে যাই কেবল তার কাছেই যেতে পারি না।
তোমরা এক অদৃশ্য বাঁধনে বেঁধেছ চোখ সব দেখি কেবল তাকেই দেখি না।
তোমরা এক জাদুটোনায় আয়ত্ত করেছ মন,সব ভাবি কেবল তার কথাই ভাবতে পারি না।
তোমরা এক সংসার পেতে বসেছ,যেথায় আমি অবাধ্য হতে পারি না।
তোমরা আমার কাছে কিছু চেয়েছ,তাও আমি দিতে পারি না।
তোমরা আমায় ননীর পুতুল করেছ,আমি তাই কিছুই পারি না।
পারি না তোমাদের প্রতিটি মুখে এক চিলতে হাসি কিনে দিতে,
পারি না টানাপোরেনে স্বচ্ছল সুখ এনে দিতে,
পারি না ঠুনকো কাঁচের বোতলে সদ্য শোভিত কাঁচাফুল হতে,
পারি না তো তোমাদের ঘরের আসবাবপত্র গুলোর মতো সজ্জিত হতে,
পারি না তোমাদের মনে একটু নিরাপদ জায়গা করে নিতে,
পারি না মাস ফুরোলে তোমাদের হাতে ফুল গুজে দিতে,
পারি না নিঃস্বার্থভাবে তোমাদের ভালবাসতে,
পারি না একান্ত প্রিয় মানুষটিকে ভুলে তোমাদের চিরসত্যতে ফিরে আসতে,
পারি না কেন ভীষণ আপনকেও আপন করতে,
পারি না তোমাদের বাগানে ঝুমকো জবা হয়ে ঝুলতে,
আমি পারি না কিছুতেই তোমাদের কথায় সেই মানুষটিকে ভুলতে,
আমি জানা অজানার মাঝে অবস্থান করি,
আমি চেনা অচেনার মাঝে বিচরন করি,
আমি তোমার আমার মাঝে ব্যবধান করি,
আমি অসীম দুরত্ব মাঝে পরিমাপ করি,
আমি আমার আমির মাঝে বালুর প্রাসাদ গড়ি,
আমি একটুকরো সুখ নিয়ে বড়াই করি,
আমি ধূলোর ধূলিকণায় লুটিয়ে পড়ি,
আমিই আবার মহাশূন্যের নক্ষত্রগুলোকে অতিক্ষুদ্র বলে মুঠোয় ধরি,
তোমরা আমায় ভুলবে কি বলো?
কিছুই দিতে পারি নি তাই ঘুরিয়ে বলো,
আমরণ মৃত্যুশোকে শোকাহত আমায় ভুলে তোমরা কি দখিনা জানালা খোল?
ভুলবে কি আমায় বলো?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।