বিজয় সম্ভাষণ
- রবিউল ইসলাম রাতুল
কবিতা: বিজয় সম্ভাষণ
ধরণ: স্বরচিত
কলমে: রবিউল ইসলাম রাতুল
শব্দ: ৯৮
------------------------------------------------
পাক হানাদার বাহিনী কি ভেবেছিল আমাদের ধুলি?
৩০ লাখ শহীদদের ত্যাগ আমরা,কেমন করে যাব ভুলি!
স্বাধীনতা এত সহজ নয়,
দমিয়ে রেখে মনের ভয়,
ঝাপিয়েছে সবে আনতে জয়,
বাংলার ভূমি রক্তে দীপ্তময়।
দাঁড়িয়ে আছে মা ছেলের তরে,
পত্নীও চোখ রেখেছে ঘরের দুয়ারে,
আপনরা খুঁজছে আপনকে অপেক্ষা প্রহরে,
ফিরছে না তো কেউ-দীপ্ত আলো ফুড়ে।
রক্ত গঙ্গায় ভেসেছে বাঙালি
লাল হয়েছে দেশ,
লাশের উপর লাশ পেয়েছে নিরীহর-
পেয়েছি বিজয়ের আবেশ।
ধীরে ধীরে কেটে গেল দিন
কেটে গেল নয়টি মাস,
লাল সবুজের ঝান্ডা উড়লো-
হলো যুদ্ধের অবকাশ।
একটি বাংলাদেশ সৃষ্টির জন্য দিয়েছি ৩০ লাখ জীবন,
অবশেষে বিজয় তোমায় বাংলাদেশে,জানাই-সম্ভাষণ।
© Robiul Islam Ratul
১৫-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।