মুকুল
- শাওন সারথি - নামধাম কিছুই জানিনা
ঘন বন পত্র পল্লবে
নিভৃতে উত্তাল তরঙ্গ কল্লোলে।
গেয়েছিনু গান তব
যূঁথিকার সাথে।
প্রস্ফুটিত নব আনন্দ প্রভাতে।
দেখিয়াছিনু বিস্ময় চরণ চুমিতে।
গুচ্ছে গুচ্ছে উথলে উঠে
আমার আমিতে!
নয়ন তুলিয়া চায় পবন ক্ষণে,
দেখিয়াছিনু রুপ পৃথ্বীর রণে
ধূসর জল আকাশের মাঝে
ঝংকৃত আনন্দ গুপ্ত সাজে।
পাখিদের গান উচ্ছ্বাসিত হাওয়ায়
হেসে খলখল পৃথ্বীর দাওয়ায়।
যেন পরাইতে চায়
দুর নীলিমায়
যত রিক্তের বেদন
অরন্যে রোদন।
চোখ তুলিয়া দেখে যেন
আনন্দ মাল্লারে,
মৃত্তিকার উপারে যেন
পূর্ণ হিল্লোলে
ফুটন্ত রক্তের যৌবন কল্লোলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।