তোমার মধ্যদুপুর
- হোসাইন জাহান

তোমার মধ্যদুপুরে পথভ্রষ্ট এক আগন্তুক
এসেছিলো তোমার নির্জন নগরে,
কত মেঘ, কত কোলাহল বিচলিত আজ;
আসক্ত ফিরে যাবার প্রহরে।

শুধু আগন্তুকের আর ফেরা হলো না
অপেক্ষায় আবদ্ধ শিকলে,
তুমি নেই বলে ব্যথিত বাতাস আজ
শহরজুড়ে বইছে অবহেলে।

কত রাগ, কত অভিমান নিখোঁজ আজ;
শব্দ নৈশব্দের চোরাবালিতে,
শত আবছায়া আজ ক্লান্ত ভীষণ
অনুভূতির পায়ে হাঁটা পথে।
তোমার মধ্যদুপুর ঢলে পড়ে সূদুর প্রভাতে।


২২-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-০২-২০২৪ ১৫:৪৮ মিঃ