কার কি
- আলমগীর সরকার লিটন
দেশের মাটি গোলাই গেলে
আমার কি? বেঁচে আছি তো এই কি?
স্বার্থপরে আগুন জ্বলে-
আমি হাত দিয়ে দেখেছিলাম!
এই পোড়া পোড়া ভাব বৈ কি?
কিছুই হবে না দেশপ্রেম জাগে না
তোমার মাটি- আমার মাটি
গোলাই গেলে, কার কি?
নজরুল আর ফিরবে না
আমার তোমার ঘুম ভাঙ্গে না। বৈ কি?
২৮-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।