ফিরবো কি গাঁয়ে
- মুহাম্মাদ শরিফ হোসাইন

বন্দে আলী,তোমার ছোট গাঁয়ে
এখন পরিবেশটাই শুধু কিছুটা বড় আছে...
মানুষগুলো কেমন বদ হয়ে গেছে
তুমি যদি এসে দেখে যেতে।
ওরা আজ পরিবেশটাকেও তুলছে বিষিয়ে...
দেখবে,পরপ্রজন্ম এসে বুক ভরে নির্মল নিঃশ্বাস নিতে কষ্ট হবে।

ওদের তাণ্ডবে আজ শুধু ওরাই ভালো আছে,
অভিমানে অনেকে আজ প্রকৃতিকে
তার মানুষগুলোর জন্য দূরে ঠেলে দিচ্ছে।
প্রকৃতি তুমি জানো
সবই তোমার,শুধুই তোমার।
ওদের তবে সাবধান করো না কেন?
ওদের কি মূর্তি করে রাখা যায় না?
যেন ফেরাউনের মমি'র মতো সবাই দেখে আঁতকে উঠে।

ওরা অঙ্কুরিত সবুজের বীজ উপড়ে ফেলতে চায়,
অবারিত সবুজের মাঝে শুভ্র কাশফুল ওরা ধরতে দিবে না,
সারস,বক আর ঘুঘুর চড়ে বেড়ানো দেখা অন্যায়।
ওরা বলেছে আকাশের নীল রং শুধু ওদের ইচ্ছের জন্য তোলা।
আমি বলেছি আমরাই প্রকৃতি,আমি তুমি প্রকৃতির অংশ
প্রকৃতি তোমাদের এতো কিছুর পরও দেখবে,
মাধবী, মল্লিকা আর শিউলি ফুলের সুবাসে ভরিয়ে দিবে।
মা আমি করবো কি?ফিরবো কি গাঁয়ে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।