আজন্ম গণ্ডী
- মুহাম্মাদ শরিফ হোসাইন

গুণীর সাথে চল যাদের
কোন সাহসে তুই,মূর্খ বলিস তাদের?

কোন ডিগ্রিতে মূর্খরে তুই,হয়ে আছিস বেসামাল?
তারে বলে যাচ্ছিস যাচ্ছেতাই
বর্ষায় দুর্লভ-শুষ্কে যার বাস
যে শুকিয়ে দেয় আমার মায়ের সোনা আঁশ।

গুণী যে হয়,আর গুণীর সাথে যে রয়
এক স্তরেই জানিস তাদের
যদি পেরুতে চাস
আজন্ম গণ্ডীর ক্ষুদে ঘ্রাস।
করে যা গুনের তারিফ যদি কিছু হতে চাস।।

উৎসর্গঃ সালেহ মুহাম্মাদ ভাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।