অথচ সে হাতের উপর তামাম পৃথিবী জ্বলে
- নাহিদ সরদার
যে হাত নরম বালিশের তল দিয়ে চলে গেছে স্বর্গ অভিমুখ
সেই হাতের উপরে তামাম পৃথিবী জ্বলে
এখন পৃথিবীর নরম দুঃখগুলো খেলা করে নবজাতকের মুখে
বিভৎস সব রঙ পেনসিল দিয়ে স্কেচ করা দেশীয় মানচিত্রে
ভেদাভেদের বয়ান লিপিবদ্ধ
ভগ্নস্তূপের তলায় জমা পড়ে গেছে ফিলিস্তিনীয় কবিতা
কাগজের লালফুল গুলো ছাই ভস্ম হয়ে পড়ে আছে নগরীর মোড়ে- মোড়ে
তাবৎ শিশুরা রক্ত দেখে চিনে নিচ্ছে লাল রঙ-
অথবা ছুটছে ঈশ্বরের দিকে - বুকে জমা অজস্র নালিশ- মুখে ক্ষত।
যে হাত নরম বালিশের তল দিয়ে চলে গেছে স্বর্গ অভিমুখ
সেই হাতের উপর থাকা কথা ছিল শিশুর কোমল মুখ
যেন মৃদু দোলায় দুলছে
অথচ সেই হাতের উপর এখন তামাম পৃথিবী জ্বলে।
৩১-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।