জমানো পেঁয়াজে গজেছে নতুন পাতা
- নাহিদ সরদার ২১-০৯-২০২৪

শহরের অলিতে গলিতে ছড়ানো তাকত
ফুসকার দোকানে একরাশ শূন্যতা
আজ বিকেলে কোনো বায়না নেই
মোড়ের পুলিশ গুলো বিজয় দিবসের মিলাদ খেয়ে করে দাঁতের খিলান
মুখ ঢেকে যারা - ওরা যায় - ওরা করে রক্তের খোঁজ

আপনার গাড়ির কাগজ আছে?

উত্তরে না বলায় - মামলা খেল আলোর মিছিল

ঠিক তখনই
বিলবোর্ডে ভেসে উঠল একাত্তর
কয়েকটা মরণ বওয়া গাড়ি চলে গেল চোখের সামনে
এদিকে টেলিভিশন খুলে দেখি
ভালো থাকার বাহারি বিজ্ঞাপনে ব্যস্ত টেডিকাটা নারী

স্বস্তির খবর

জমানো পেঁয়াজে গজেছে নতুন পাতা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।