খুদকণা খুটে খায় সুরের শালিক
- নাহিদ সরদার
রাত বাড়লে গণিতের কুটিল সূত্রে চাপা পাড়ে অরফিউস
খেই হারিয়ে রমণীর আঁচলে খোঁজেন ভোর- সে'তো মায়ের আঁচল নয়
এখানে ভোর হতে অনেক দেরি
পীড়নের পরে কার দেখা পায় রাতের হরিণ?
মায়াবি মেষ সাবক এক - গোটা একটা পৃথিবী যেন
পোড়োনের গায়ে লেগে যায় ভোরের শিশির
সমুখে দেখতে পাই - ভুঁই ভরা শিউলি সকাল
খুদকণা খুটে খায় সুরের শালিক
আমাদের অরফিউস গেয়ে ওঠে টিকে থাকার গান।
২৮/১২/২০২৩
৩১-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।