রাত প্রিয়া আর সকালের গল্প
- মুহাম্মাদ শরিফ হোসাইন
আ...আয় আয় আয়...আয় না পাগলা
পাগলী ডাকছে আমায় ভীষণ।
আমি শব্দের গোলে ভুলে যাই
খোঁজ নিতে প্রিয়া আমার কেমন,
আমি উড়িয়ে নিয়ে যাই
আমি আঙুলে এঁকে যাই
অবিরাম কোন কল্পমানবীর বেশ-ভূষণ।
হয়তো অনেক রাতেই
মনে পরে কল্পনায় আর কতক্ষণ?
দেখি রাগিণী মোর নীরব ফোনেই
আঙুল চেপেছে মেলাক্ষণ।
একবার চেপেই আমি বুঝে যাই,
ও ঘুম-ঘোরে,গোল করা ঠিক না তখন।
মস্তিষ্কে নিকোটিনের টানে বারান্দায় ছুটি যখন,
দেখি এক ভ্যানওয়ালা ডাকছে হাঁক
এই রাখবেন...মাছ,রাখবেন মাছ
ভাবি একটা সকাল এসে গেলো
রাত গেলো,প্রিয়া ঘুমালো আরেকটা সকাল আসবে কখন?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।