পাথর
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

শিকড় কতটা দুর্বল হতে পারে
ভাবতেই ক্লান্তির শ্রাবণ হাজির;
মেঘের কান্না বুঝে না স্বার্থপর
বয়সটাও কম হলো না পাথর!
কমল হাসিটাও ফুঁড়ে যাচ্ছে
শুধু সময়ের আগায় রাত্রি ভোর
নতুন করে হাঁট বাজারে হচ্ছে
স্বার্থ কেনা বেচা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি
এ কেমন স্বার্থপর করে ছুটাছুটি-
শিকড় ভুলে না কিনতে পিরিতি;

২০ পৌষ ১৪৩০, ০৪ জানুয়ারি’২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।